বাংলাদেশে রমরমিয়ে চলছে 'অ্যানিমাল'। তবে সেন্সর বোর্ডের কাঁচিতে বাদ গিয়েছে ছবির অনেক দৃশ্যই। প্রায় আধ ঘণ্টা কমে গিয়েছে ছবির দৈর্ঘ্য।
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এবং রণবীর কপূর অভিনীত ছবিটির বিরুদ্ধে নারীবিদ্বেষ এবং হিংসার বাড়বাড়ন্তের অভিযোগ উঠেছে। বাংলাদেশের সেন্সর বোর্ড ছবিটির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব দেয়। নির্মাতারা তা মেনে নেন৷ এর ফলে পড়শি দেশে ছবিটি মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু বাদ গিয়েছে মোট ২৭ মিনিটের দৃশ্য। 'অ্যানিমাল'-এর যে সংস্করণ বাংলাদেশে মুক্তি পেয়েছে, তার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫৬ মিনিট।
সম্প্রতি ভারত সহ গোটা বিশ্বে রিলিজ করেছে প্রভাস অভিনীত ছবি ‘সালার’। প্রথমদিনেই ছবিটি ব্যবসা করেছে ১৭৯ কোটি টাকার। আগামী সপ্তাহে এই ছবিটি মুক্তি পেতে পারে বাংলাদেশে। 'সালার'-এর একদিন আগে রিলিজ করেছিল শাহরুখ খানের ছবি 'ডাঙ্কি'। সেটি কিন্তু একদিন পরেই বাংলাদেশে রিলিজ করেছে।