মুক্তি পেল বহু প্রতিক্ষীত রনবীর-রশ্মিকা অভিনীত 'অ্যানিমেল' ট্রেলার। এতদিন ছবির গানের নানা দৃশ্য দেখে রনবীর-রশ্মিকার রসায়ন নিয়ে আলোচনায় তোলপাড় ছিল গোটা দেশ। সাড়ে তিন মিনিটের ট্রেলার বলে দিল, এ ছবি আসলে বাবা-ছেলের সম্পর্কের গল্প।
নিজের বাবা, নিজের পরিবারের জন্য ঠিক কতোটা অসম্ভবকে সম্ভব করতে পারে এক সন্তান, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলবে 'অ্যানিমেল'। গানের দৃশ্যে রশ্মিকাকে নিয়ে যতটা চর্চা হয়েছে, সে তুলনায় ট্রেলারে তাঁর স্ক্রিনটাইম বেশ কম। অল্প ঝলকে নজর কাড়লেন ববি দেওল।
১ ডিসেম্বর হলে মুক্তি পাচ্ছে 'অ্যানিমেল'।
ট্রেলার প্রকাশ্যে আসার আগেই পোস্টার এবং টিজারে রনবীরে লুক নিয়ে জোর চর্চা সব মহলেই।