Aindrila Sharma : 'আমার সব্যর ঐন্দ্রিলা', অভিনেত্রীর মৃত্যুর সপ্তাহ পার,সব্য-ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট মায়ের

Updated : Dec 05, 2022 16:25
|
Editorji News Desk

ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma Passed Away) লড়াইটা শেষ হয়েছে দিন সাতেক আগেই । কিন্তু, আদরের 'মিষ্টি'-র এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর পরিবার, তাঁর কাছের মানুষ সব্যসাচী (Sabyasachi Chowdhury) । ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা ।  ঐন্দ্রিলার (Aindrila Sharma Death)  মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়েছেন সব্যসাচী । কিন্তু, 'মিষ্টি' চলে যাওয়ার পর সেই সোশ্যাল মিডিয়াতেই মনের যন্ত্রণা, দুঃখ উজার করে দিয়েছেন অভিনেত্রীর দিদি এবং মা । একইসঙ্গে তাঁদের পোস্টে বারবার ফিরে এসেছে ঐন্দ্রিলার স্মৃতি ।

সম্প্রতি, ঐন্দ্রিলার মা শিখা শর্মা (Sikha Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি শেয়ার করেছেন । ছবিটি 'ঝুমুর' ধারাবাহিকে কোনও এক দৃশ্যের । যেখানে প্রেমে ভরা চাউনিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন সব্য-ঐন্দ্রিলা । ঐন্দ্রিলার (Aindrila's Mother Sikha Sharma fb post) গালে আলতো করে ছোঁয়ানো সব্যর হাত । অরিজিৎ সিং-এর একটি গান এই ছবিতে লাগিয়ে রিল বানায় কোনও নেটিজেন । সেটাই শেয়ার করেছেন শিখা দেবী । ক্যাপশনে ঐন্দ্রিলার মা লেখেন- ‘আমার সব্যর ঐন্দ্রিলা।’  ছবি আর ক্যাপশন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা ।

আরও পড়ুন, Aindrila Sharma: ক্যানসার জয়ী মায়ের লড়াই থেকেই বাঁচার অদম্য শক্তি পেয়েছিলেন লড়াকু ঐন্দ্রিলা
 

ঐন্দ্রিলা শর্মা-সব্যসাচী চৌধুরী । টেলিপাড়ায় একটু কান পাতলেই শোনা যেত, ওরা সম্পর্কে আছেন । শুধু এটুকু বললে আসলে কিছুই বলা হয় না । ওরা বন্ধুত্বে ছিলেন, প্রেমে ছিলেন, ভালবাসায় ছিলেন। যে ভালবাসা আজকের দিনে বিরল । জীবনের ওঠাপড়াগুলোয় ওঁরা হাত ছুঁয়ে ছুঁয়ে ছিলেন। ছিলেন বেঁধে বেঁধে। বিগত কয়েকদিনে, ওদের গল্প ছিল সবার মুখে মুখে। ঐন্দ্রিলার লড়াই যতটা ওঁর ততটাই সব্যসাচীর, শেষ পর্যন্ত।

ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকে তাঁর স্মৃতিতে প্রায় রোজই কিছু না কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করছেন দিদি ঐশ্বর্যা শর্মা । অন্যদিকে, ঐন্দ্রিলার বহু পুরনো ছবি-ভিডিও প্রায়ই শেয়ার করেন অভিনেত্রীর মা শিখা শর্মা । তাঁর কথায়, এখন এই পোস্টগুলোর স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে । শনিবার, ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য বোনের একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন । সেখানে একটি ক্যাফেতে ছিলেন ঐন্দ্রিলা । এই ভিডিয়ো তাঁর মা শেয়ার করে লিখেছেন, ‘এই হাসি এই মুখটা দেখেই তো বেঁচে থাকবো’।

দুবার কর্কট রোগ হারিয়ে ফিরে এসেছিলেন হাসপাতাল থেকে । কিন্তু শেষবার আর পারেননি । টানা ২০ দিন লড়াই করে হার মেনে নিয়েছিলেন অভিনেত্রী । নিয়তির পরিহাসে ২০ নভেম্বর মাত্র ২৪ বছর বয়সেই চিরঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

aindrila sharmaSabyasachi ChowdhurySikha Sharma

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন