তখন সে একাদশ শ্রেণির ছাত্রী, সালটা ২০১৫। সেই থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বোনম্যারো ক্যান্সার তখন বাসা বেঁধেছিল অভিনেত্রীর শরীরে, ডাক্তাররা জবাবও দিয়েছিলেন যে ৬ মাসের বেশি বাঁচানো সম্ভব না । অথচ তার পরেও ফিনিক্সের মতো মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন তিনি । ২০২১ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ে তাঁর । ফিরে এসেছিল ক্যান্সারও । ফের শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই । এরপর সদ্য ব্রেন স্ট্রোক হয় তাঁর । তাঁর সুস্থতার কামনা করে প্রার্থনা করে চলেছেন টলি তারকারা । এবার ঐন্দ্রিলার পাশে দাঁড়ালেন অভিনেতা অনিন্দ্য বন্দোপাধ্যায়। তবে একটু অন্যভাবে ।
লড়াই তো চলছিলই বুধবার আবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা । হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর । অবস্থা আশঙ্কাজনক । দেওয়া হয়েছে ‘সিপিআর’। এই পরিস্থিতিতে বাংলার মানুষ প্রার্থনা তো করছেনই, কিন্তু অভিনেতা অনিন্দ্য বন্দোপাধ্যায় তুলে ধরলেন নতুন এক দিক। তিনি জানতে চাইলেন ঐন্দ্রিলার পরিবারের অর্থ সাহায্য প্রয়োজন কী না।
ফেসবুকে অনিন্দ্য লেখেন, একজন অভিনেত্রীকে সুস্থ করে ফেরত আনার জন্য ভগবানের কাছে প্রার্থনার থেকে অর্থ সাহায্য জরুরি কি না সেটা ভেবে দেখা জরুরি।" অভিনেতার কথায় সাথ দিয়েছেন নেটিজেনদের বড় অংশ। তারা সর্বতভাবে ঐন্দ্রিলার পাশে থাকতে রাজি বলেও জানিয়েছেন।
দ্বিতীয়বার যখন ঐন্দ্রিলা ক্যান্সারে আক্রান্ত তখন সারা বাংলার মানুষ তাঁকে চেনেন ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের জাহ্নবী হিসেবে । এমন ফুটফুটে প্রাণচ্ছল মেয়েটার জন্য সেবারেও সারা বাংলার মানুষ করেছিলেন প্রার্থনা। দু’বার ক্যান্সারকে হারিয়ে একদম সুস্থ হয়ে পর্দাতেও ফিরেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু ১ নভেম্বরের ব্রেন স্ট্রোকে সব যেন লন্ডভন্ড হয়ে গেল আবার।