এই মুহূর্তে টলিউডে দাপিয়ে ব্যবসা করছে অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘দশম অবতার’ । বক্সঅফিসে এই ছবির লক্ষ্মীলাভও হয়েছে ভালোই। আজ কোজাগরী লক্ষ্মীপুজো। গত কয়েকদিন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এবার একেবারে অন্যরূপে দেখা গেল ‘বিজয় পোদ্দার’ ওরফে অনির্বাণ ভট্টাচার্যকে।
ফলের দোকানে ফ্রেমবন্দি হলেন অভিনেতা। যেখানে দেখা গেল একেবারে ‘ফ্যামিলি ম্যান’ অনির্বাণকে। বাড়ির পুজোর জন্য বেছে বেছে ফল কিনছিলেন তিনি।
Sreelekha Mitra: 'মনটা খুঁত খুঁত করছিল!' মুম্বইতেই তাই ছোট্ট করে লক্ষ্মী আরাধনা শ্রীলেখার
এদিকে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে অনির্বাণের সম্পর্ক ভাঙন নিয়ে। শোনা যাচ্ছে , বিয়েটা নাকি ভাঙতে বসেছে তাঁদের। এরমধ্যেই একেবারে সাধারণ ভাবে ক্যামেরায় ধরা দিলেন বাংলার ‘ব্যোমকেশ’