বলিউডে প্রথম কাজ । 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mr Chatterjee VS Norway) ছবিতে অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) । তবে, তাঁকে মিস্টার চ্যাটার্জী হওয়ার সুযোগ নাকি করে দিয়েছেন স্বয়ং রানিই । সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেরকমই জানিয়েছেন অভিনেতা ।
ফ্রি প্রেস জার্নালকে দেওয়া একটা সাক্ষাৎকারে অনির্বাণ জানান, প্রথমে কাস্টিং এজেন্সির তরফে একটি কল পেয়েছিলেন তিনি । তারপর পরিচালক অসীমা ছিব্বারের সঙ্গে তাঁর মিটিংয়ের আয়োজন করা হয় । সেখানেই পরিচালক তাঁকে জানান, মিস্টার চ্যাটার্জির চরিত্রের জন্য স্বয়ং রানি মুখোপাধ্যায় তাঁর নাম সাজেস্ট করেছেন । অনির্বাণ জানিয়েছেন, রানির সঙ্গে কাজ করাটা স্বপ্নপূরণের মতো । তাঁর কথায়, 'এটা আমার ভাবনার বাইরে ছিল। আমি কখনই ভাবিনি এত বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পাব।'
সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। নরওয়ে বক্স অফিসে প্রথম বলিউড সিনেমা হিসেবে রেকর্ড গড়েছেন । বাংলাতে ভাল ব্যবসা করেছে সিনেমা । কিছুদিন আগেই রানি তাঁর জন্মদিনে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন । উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর প্রেক্ষাপট নরওয়ে । সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর । পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার । সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য ।