টলিউডে এই মুহূর্তে চলছে দুই ব্যোমকেশের লড়াই। অদ্ভুত সমাপতন একই সময়ে , একই নামের একই গল্পের উপর ভিত্তি করে দুই ছবি তৈরী হচ্ছে বাংলায়। বিরসা দাশগুপ্তে ব্যোমকেশ অভিনেতা দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। দুই অভিনেতাই নিজেদের মতো করে সফল। শনিবার প্রকাশ্যে এল দেবের ব্যোমকেশের টিজার। আর কয়েক ঘণ্টার মাথাতেই সামনে এল সৃজিতের দুর্গ রহস্যের-ও পোস্টার।
Durga Rohosyo: ৪১ সেকেন্ডের টিজারে নজর কাড়লেন 'ব্যোমকেশ' দেব, প্রকাশ্যে 'দুর্গ রহস্যের' ঝলক
দেবের ছবি আসছে বড় পর্দায় আর অনির্বাণের ব্যোমকেশ রিলিজ হবে হইচই -তে। মজার ব্যাপার অনির্বাণ ভট্টাচার্য্য ইতিমধ্যেই ব্যোমকেশের জুতোয় পা গলিয়ে প্রশংসিত। দেবের জন্য চরিত্রটা নতুন। দেবের সত্যবতী হবেন রুক্মিণী। তাঁর লুক নিয়েও চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। এখন বাঙালি কার্যত ‘দুই’ ব্যোমকেশের অপেক্ষায় দিন গুনছেন।