অনির্বাণ ভট্টাচার্য। এই মুহুর্তে টলিউডের প্রথম সারিরও একেবারে ওপরের দিকে থাকা অভিনেতা। মঞ্চে এবং ছোট বড় পর্দায়, এমন কী ওটিটি তেও অবাধ বিচরণ অনির্বাণের। তবে সাধারণত সিরিয়াস চরিত্রের জন্যেই অনির্বাণের পরিচিতি বেশি। এ হেন গুরু গম্ভীর অনির্বাণের মুখে কমার্শিয়াল বাংলা ছবির গান!
ফুরফুরে মেজাজে জিৎ গাঙ্গুলির গান গাইছেন অনির্বাণ. জিৎ-শ্রাবন্তীর হিট ছবি যোশ, ততধিক হিট গান 'দেখেছি তোকে রাত বিরেতে...'। সেই গানই গাইলেন অনির্বাণ। সেই বিরল মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছেন মহেন্দ্র সোনি।
সঙ্গীত বাংলার ১৭ বছরের উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানেই হালকা মেজাজে গান গেয়েছেন অনির্বাণ। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'শাহজাহান রিজেন্সি' ছবিতে প্লেব্যাক করেছেন অনির্বাণ।