সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য'। আরও একবার ব্যোমকেশ বক্সির ভূমিকায় দেখা যাবে বাঙালির তরুণীদের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্যকে। তারপর আর না। হ্যাঁ পর্দায় এটাই অনির্বাণের শেষ সত্যেন্বেষী হওয়া, অভিনেতা নিজেই জানিয়েছেন।
সৃজিতের সঙ্গে 'দুর্গ রহস্য'-এই প্রথমবার হলে ব্যোমকেশের চরিত্রে অনির্বাণের আত্মপ্রকাশ ২০১৭ সালে। তারপর একের পর এক সুপারহিট কাজ। বাঙালি দর্শকের মনে ব্যোমকেশ হিসাবে অনেকটাই জায়গা করে নিয়েছেন তিনি৷ কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন আর ব্যোমকেশ না করার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ নয়। কিন্তু সেটাই করলেন অনির্বাণ।
Durgo Rawhasyo Trailer: গুপ্তধনের খোঁজে পর্দায় ব্যোমকেশ, প্রকাশ্যে সৃজিতের 'দুর্গ রহস্যের' ট্রেলার