অভিনয়ে অনির্বাণ চক্রবর্তী, পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়, পুরো একেন বাবু টিম আর কী, কিন্তু একেন বাবু নয়, হইচইতে আসছে নতুন সিরিজ ডুগডুগি, সম্প্রতি ট্রেলার মুক্তি পেল।
ডুগডুগিতে অনির্বাণের চরিত্রের নাম অবিনাশ। অবিনাশ বিবাহিত, কিন্তু নিঃসন্তান। হঠাৎই অবিনাশের স্ত্রী নিরুদ্দেশ হয়ে যায়। এবার কোন পথে এগোবে সিরিজের গল্প? রুদ্ধশ্বাস অপেক্ষায় দর্শক।
চলতি মাসেই হইচইতে আসছে উল্লাস মল্লিকের কাহিনী থেকে বানানো সিচুয়েশনাল কমেডি ডুগডুগি।