পর্দার একেন বাবু অনির্বাণ চক্রবর্তী। তবে অনেকেই হয়ত জানেন না এক গুরুতর রোগে আক্রান্ত তিনি। তবে গুরুতর সেই রোগ কিন্তু বেশ মজারও। সম্প্রতি ফের এই রোগে কাহিল হয়ে পড়েন একেন বাবু। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় চলছিল ‘গাকি’র শ্যুটিং। আবর্জনা, দমবন্ধকর পরিবেশ, মূল-মূত্রের গন্ধ তার মধ্যেই বজবজ এক প্রত্যন্ত বাড়িতে শট দিচ্ছিলেন অনির্বাণ।
Bengali Release: রহস্য-সাসপেন্স-প্রেমে ভরা শুক্রবার, একই দিনে একাধিক বাংলা সিনেমার রিলিজ
কিছুক্ষণ পর একরাশ অস্বস্তি মুখে নিয়ে ফিরে সারা গা চুলকাতে শুরু করলেন অভিনেতা। নিমেষে তাঁর গায়ে বেরিয়ে গেল চাকা চাকা এলার্জি, কী হয়েছে অভিনেতার? জিজ্ঞাসা করতেই ‘একেন’ হেসে বললেন, ‘‘এই এক সমস্যা। নোংরা দেখলেই আমার এটা হয়। ভিতরে কিছু মাড়িয়ে এলাম মনে হল।’’ আসলে নোংরা দেখলেই নাকি তাঁর গা চুলকোতে শুরু করে। ডাক্তার যদিও বলেছেন এ নেহাৎই মনের অসুখ।