নতুন ছবি নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন পরিচালক অঞ্জন দত্ত। ছবির নাম 'চালচিত্র এখন'। প্রয়াত কিংবদন্তি ফিল্ম পরিচালক মৃণাল সেনকে ট্রিবিউট দিতেই এই ছবি তৈরি করছেন অঞ্জন৷ মৃণালকে নিজের 'মেন্টর' বলে মনে করেন তিনি৷ সোস্যাল মিডিয়ায় অঞ্জন দত্ত জানিয়েছেন, এই ছবিটিই হতে চলেছেন এ পর্যন্ত তাঁর সবচেয়ে সৎ এবং স্বতঃস্ফূর্ত সিনেমা।
'চালচিত্র এখন' ছবিটির নাম মৃণাল সেনের বিখ্যাত সিনেমা 'চালচিত্র'-র থেকেই প্রাণিত। অঞ্জন জানিয়েছেন, তাঁর নতুন ছবিটির জন্য কোনও প্রোডিউসারের অর্থসাহায্য নিচ্ছেন না তিনি। নিজের এবং ছেলে নীল দত্তের টাকাতেই তৈরি হচ্ছে 'চালচিত্র এখন'। অঞ্জনের তির্যক মন্তব্য, বর্তমান সময়ের অনেক প্রযোজকই মৃণালের 'চালচিত্র' দেখেননি৷ নিজের টাকা ছবি করছেন, ফলে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবেন তিনি৷