ফের বড় পর্দায় আসছেন অঞ্জন দত্ত। তাঁর ড্যানি ডিটেকটিভকে সঙ্গে নিয়ে। সম্প্রতি অঞ্জনের নতুন সিনেমা 'রিভলবার রহস্য'-র ট্রেলার লঞ্চ হয়েছে। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অঞ্জন অনুরাগীদের মধ্যে। তবে কবে বড় পর্দায় রিলিজ করবে ড্যানি ডিটেকটিভের নতুন সিনেমা, তা অবশ্য এখনও অজানা।
রিভলবার রহস্য ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস, তনুশ্রী চক্রবর্তী এবং পরিচালক অঞ্জন দত্ত নিজে। এই তিনজন ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজন (নীল) মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শোয়েব কবীর, রানা গুহ, সুদীপা বসু, চন্দন সেনের মতো শিল্পীরা। নিজের অন্য ছবিগুলির মতোই রিভলবার রহস্যেও পরিচালনা ছাড়াও ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অঞ্জন দত্ত নিজেই। সঙ্গীত পরিচালনার ছেলে নীল দত্তের। অঞ্জন দত্তের নিজের লেখা বই 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-র একটি কাহিনির উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি।
Anik Dutta Health Update : স্থিতিশীল অনীক দত্ত, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে পরিচালককে
রিভলবার রহস্য আদতে এক সাদামাটা গোয়েন্দার গল্প। একজন সাধারণ ক্রাইম রিপোর্টার চাকরি হারিয়ে 'ড্যানি ডিটেকটিভ আইএনসি' নামে একটি ডিটেকটিভ এজেন্সিতে কাজ শুরু করে। এক নিখোঁজ মহিলাকে খুঁজতে গিয়ে সে চিনতে থাকে জীবনের জটিল গলিঘুঁজি, সর্পিল রাস্তা, ষড়যন্ত্র-প্রেম- বিপদের টানাপোড়েনে বদলে যেতে থাকে তার আটপৌরে জীবন। ট্রেলারের পরতে পরতে অঞ্জন দত্তের গল্প বলার চেনা ম্যাজিক।