সপ্তাহভর একটা খুনের অপেক্ষায় কাটিয়ে দেবে অঞ্জন প্রিয় বাঙালি। কেন?কারণ খুব শিগিগির হইচইতে মুক্তি পাচ্ছে পরিচালকের নতুন রহস্য সিরিজ 'ডেথ বাই দ্য সি'। ইতিমধ্যে সাড়া ফেলেছে সিরিজের ট্রেলার।
হইচইয়ের জন্য অঞ্জন (Anjan Dutta) দত্ত গত বছর বানিয়েছিলেন 'মার্ডার ইন দ্য হিলস' (Murder in the hills)। এবার আসছে তার দ্বিতীয় থ্রিলার। 'ডেথ বাই দ্য সি' (Death by the sea), তারায় ভরা ওয়েব সিরিজ! সমুদ্র সৈকতে খুন! কে খুন করলেন, কাকে? শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামার আর খুব বেশি দেরি নেই। ১১ অগাস্টেই মুক্তি পাচ্ছে নতুন সাসপেন্স থ্রিলার।
অঞ্জন দত্তের প্রথম সিরিজ প্রত্যাশা বাড়িয়েছে দর্শকদের। এবারের সিরিজটিও তারায় ভরা। পরিচালকের ভূমিকায় পরিচালক স্বয়ং। বহুদিন পর এক লেখিকার চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে (Ananya Chatterjee)। ফটোগ্রাফারের ভূমিকায় রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। এছাড়া নানা চরিত্রে আছেন অর্জুন চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, তৃণা সাহারা।
এই বর্ষায় রহস্য তাহলে ভালই জমবে, কী বলেন?