দীর্ঘ ১৩ বছর সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila ) । তারকা জুটির বিয়ে নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায় । কিন্তু, বিয়ে কবে হবে, সেই নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন দু'জনে । তবে, এবার সেই প্রশ্নের জবাব দিয়েই দিলেন । সম্প্রতি, অঙ্কুশ জানিয়েছেন, এবছরই আইনি বিয়েটা (Ankush-Oindrila Wedding) সেরে ফেলার ইচ্ছে রয়েছে তাঁদের । তবে, কোন মাস বা দিনক্ষণের বিষয়ে স্পষ্ট করে এখনও কিছুই বলেননি অভিনেতা ।
১৪ এপ্রিল মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার 'লভ ম্যারেজ' । সিনেমা প্রসঙ্গে 'এইসময়'-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অঙ্কুশ বলেন, 'আইনি বিয়েটা এ বছর করব ভাবছি । আসলে আমাদের বিয়েতে টলিপাড়ার সব কাছের মানুষকে থাকতে হবে । এ দিকে ডিসেম্বর-জানুয়ারি মাস ছাড়া বিয়ে করা যাবে না ।' ঐন্দ্রিলা জানান, 'বিয়েতে অতিথি তালিকা যাই হোক, আমাকে সবচেয়ে সুন্দর দেখতে লাগতে হবে ।' গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়া পেজে তুলে ধরে রসিকতাও করতে ভোলেননি অঙ্কুশ । তবে, আইনি বিয়েটা যে এ বছরের শেষেই হচ্ছে, তা খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছে ।
আরও পড়ুন, Adrit Roy : সত্যিই মিঠাই ছাড়ছেন আদৃত ? গুঞ্জনের মাঝেই মুখ খুললেন অভিনেতা
অঙ্কুশ রসিকতা করে লেখেন, 'এই বছরের শেষেই সেরে ফেলব । কিন্তু, আপাতত, তোমরা আমাদের #LoveMarriage বড় পর্দায় দেখো ১৪ই এপ্রিল । ঐন্দ্রিলা কে বলেছি টাকার টান চলছে তো তাই #loveMarriage #superhit হলে তবেই বিয়ে বড় করে হবে না হলে পুরোহিত এর সাথে conference call এ মন্ত্র পড়া হবে । এবার বিয়ে তামঝাম করে হবে নাকি conference call এ সেটা আপনাদের উপর । খালি এইটুকু বলেদি মেয়েটার ভারী সখ বিয়েটা যেন তামঝাম করেই হয় ।'