ভালোবেসে এক যুগ কাটিয়ে দিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। বাস্তবে এখনও ছাদনাতলা অবধি পোঁছতে পারেনি এই জুটি। তবে এখন তাঁরা বেজায় ব্যস্ত ‘লাভ ম্যারেজ’ নিয়ে। ছবির প্রচারেই একের পর এক মজার মজার ভিডিয়ো শেয়ার করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে এই ‘লাভ ম্যারেজ’এর চক্করে বিয়ের প্রায় সবই- যেমন আইবুড়ো ভাত, ভাত কাপড়, বরের গাড়ি সাজানো সবই প্রায় হয়ে গিয়েছে। এই জন্যই অঙ্কুশের আক্ষেপ, ‘আসল বিয়ের জন্য কিছুই বাদ থাকল না’
Tolly stars at Arindam sil's Party: মিমি-কোয়েল-আবীর-যীশু, কে নেই? অরিন্দম শিলের বাড়িতে চাঁদের হাট
আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে অঙ্কুশ, ঐন্দ্রিলার নতুন ছবি। নানা কায়দায় তারই প্রচার চালাচ্ছেন তারকা জুটি। বিয়ে পরবর্তী নানা খুনসুটির ভিডিও পোস্ট করে থাকেন তারা। এবার একেবারে দুইজনের ছবি দিয়ে বিয়ের গাড়ি সাজিয়ে ফেলা হল। ছবি মুক্তির আগে পর্যন্ত ওই গাড়িতেই চেপে ঘুরবেন তারা। গাড়ির নাম দেওয়া হচ্ছে ‘লাভ ম্যারেজ কার’ ।