জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিনে (Oindrila Sen birthday) দিন তিনেক আগেই বিশাল পার্টি দিয়েছিলেন তাঁর প্রেমিক তথা টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রসেনজিত (Prosenjit), দেব (Dev), সোহম, শ্রাবন্তী, শুভশ্রী সহ একাধিক টলিউড তারকা। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ওই পার্টিতেই ১১ বছরের সম্পর্ককে (Ankush-Oindrila) বিয়ের পিঁড়ি অবধি নিয়ে যাওয়ার ঘোষণাটি সরকারিভাবে করে ফেলেছেন কি না এই তারকাদ্বয়, তা নিয়েও চলছে জল্পনা। এর মধ্যেই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Ankush Hazra official Instagram video) থেকে ওই পার্টির কিছু ভিডিয়ো শেয়ার করলেন অঙ্কুশ। যা মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: 'ষড়যন্ত্র চলছে, আমি পুলিশের তদন্ত মানি না', জানালেন তপন কান্দুর স্ত্রী
ওই ভিডিয়োগুলির মধ্যে একটিতে দেখা গেল তাঁর ছবির অতি জনপ্রিয় গান 'ভজ গৌরাঙ্গ'র তালে পা মেলাচ্ছেন দেব (Dev)। 'এ ক্যাওড়া' গানের সঙ্গে পা মেলাতে দেখা গেল প্রসেনজিত চট্টোপাধ্যায়কে (Prosenjit)। এই দুই তারকাকেই যোগ্য সঙ্গত দিচ্ছিলেন ঐন্দ্রিলা ও অঙ্কুশ (Ankush-Oindrila)।
পার্টির এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Ankush Hazra official Instagram) দেওয়ার পর অনুরাগীরা কার্যত ভেসে যান উন্মাদনায়। একের পর এক মন্তব্য আসতে থাকে অঙ্কুশের পোস্ট করা ভিডিয়োর তলায়। অপর একটি ভিডিয়োতে আবার দেখা যাচ্ছে পার্টির বিভিন্ন মুহূর্ত। যেখানে অতিথিদের সঙ্গে আলাপচারিতা ও সেলফি তোলায় ব্যস্ত এই দুই তারকা।