ইদে মুক্তি পাচ্ছে অঙ্কুশ হাজরা-র মির্জা । আর এই সিনেমায় অভিনেতার পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন অঙ্কুশ । ইতিমধ্যেই এই সিনেমাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে । ৩১ মার্চ মুক্তি পাচ্ছে ট্রেলার । আর ট্রেলার লঞ্চের দিনই নাকি বড় ধামাকা হতে চলেছে । এমন কিছু ঘটতে চলেছে, যা আগে কোনওদিন দেখেনি টলিউড ।
জানা গিয়েছে, মির্জার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চাঁদের হাট বসবে । দেব,জিৎ থেকে শুরু করে এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতা এবং প্রযোজক অতনু রায়চৌধুরীরা । সোশ্যাল মিডিয়ায় ৭টি প্রযোজনা সংস্থার প্রোফাইলে লাইভ হবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান । সেই তালিকায় রয়েছে সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ, দেব এন্টারটেনমেন্ট ভেনচারস, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, বেঙ্গল টকিজ, অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ও অঙ্কুশ হাজরা মোশন পিকচারস । সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনই জানিয়েছেন অঙ্কুশ ।
দক্ষিণের ছবিতে এধরনের প্রচার হয়েই থাকে । আর, বাংলাতে এর আগে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তির সময় প্রচারে ছিলেন সৃজিত, অনির্বাণরা । তবে, মির্জা-র ক্ষেত্রে আরও এমন প্রচার বাংলায় টলি ইন্ডাস্ট্রিতে প্রথম ।