হতে পারে তিনি অনেক বড় স্টার৷ কিন্তু ছোটবেলার বন্ধুদের ভোলেননি টলিউডের অঙ্কুশ হাজরা। তাঁদের সঙ্গে এখনও নিবিড় যোগাযোগ তাঁর। যাবতীয় স্টারডম সরিয়ে রেখে নিজের শহর বর্ধমানে বাল্যবন্ধুর মিষ্টির দোকানে হাজির অঙ্কুশ। সঙ্গী তাঁর রিল এবং রিয়েল- দুই জীবনেরই প্রেমিকা ঐন্দ্রিলা।
কালো টিশার্ট পরে পাড়ার ছেলের মতোই দোকানে ঢুকলেন অঙ্কুশ। তখন তাঁকে দেখে কে বলবে তিনি টলিউডের এতবড় তারকা! কড়া ডায়েটের কথা মাথায় না রেখেই ভাঁড় থেকে রাবড়ি খেলেন তিনি৷ নিজে হাতে খাইয়ে দিলেন ঐন্দ্রিলাকেও।
ঈদে রিলিজ করছে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি মির্জা। এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসাবে নতুন সফর শুরু করছেন অঙ্কুশ।
সুমিত-সাহিলের পরিচালনায় তৈরি অ্যাকশন প্যাকড এই ছবিতে অঙ্কুশকে দেখা যাবে মির্জার চরিত্রে। মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা, গল্পে তাঁর নাম মুসকান। 'ম্যাজিক', 'লাভ ম্যারেজ'-এর পর তৃতীয়বার বড় পর্দায় দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটি। তাঁদের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়, ঋষি কৌশিক, শোয়েব কবীরের মতো অভিনেতারা।