অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hazra-Oindrila Sen) জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে পর্দায়। পাভেলের (Pavel) নতুন ছবি 'পরিযায়ী'তে ঐন্দ্রিলার চরিত্র একজন ইউটিউবারের। তাঁর
প্রতিদিনের বেঁচে থাকা আমাদের নানা ভয় নিয়ে, কখনও চাকরি খোয়ানোর, কখনও বসের অপমানের, সেই সব ভয় আমাদের তাড়া করে বেড়ায়। তার চাপে কাছের মানুষদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই সব নিয়েই 'পরিযায়ী'-র গল্প।
বিমানবন্দরে টাপাটিনি! মনামীর সঙ্গে পা মেলালেন বিমান সেবিকারা, ভাইরাল হল ভিডিও
অঙ্কুশ-ঐন্দ্রিলার অফস্ক্রিন সম্পর্কের মতোই ছবিতেও তাদের সম্পর্ক এক দশকের। ছবির আরেক চমক, একেন বাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী। এ ছবিতে অনির্বাণের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।
ছবির শুটিং হবে লন্ডন আর স্কটল্যান্ড জুড়ে। জুন মাসের গোড়া থেকেই ছবির শুটিং শুরু হবে। অমিত-ঈশান এ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন।
খুব শিগগির মুক্তি পাচ্ছে পাভেলের অন্য একটি ছবি 'কলকাতা চলন্তিকা'। ২০১৬ এর পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নিয়েই সে ছবির গল্প।