বেশ কয়েক মাস আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে অনুপম খেরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল । তবে, সেই নিয়ে ট্রোলও কম হননি তিনি । তবে, কীসের জন্য ছিল সেই লুক, তা তখন জানা যায়নি । তবে, এতদিন পর সামনে এল আসল খবর । বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা । যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে ।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন, সেইসময় তাঁর ছবির জন্য অনুপমের লুক সেট হয়েছিল । ছবির নামও চূড়ান্ত হয়েছে বলে খবর । বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সিনেমার নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতেই তিনি বহুভাষিক সিনেমা তৈরি করছেন । এছাড়া, লালা লাজপত রাইয়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র । 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' গানটিও শোনা যাবে অনুপমের লিপে ।
ছবির কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে খবর । এখনও সিনেমার আনুষ্ঠানিক ঘোষণাও করেননি । চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলবেন বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ।