ঠিক এমনটাই কথা ছিল। শহরজুড়ে আজ সত্যিই প্রেমের মরশুম' অনুপম-প্রশ্মিতার রূপকথায় নতুন পাতা। খাতায় কলমে সইসাবুদ সেরে আজ দুজন মিস্টার অ্যান্ড মিসেস।
শনিবার সন্ধেয় আত্মীয় পরিজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি সারলেন টলিপাড়ার গায়ক অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। এক বছরের প্রেম পর্বের পর দিন কয়েক আগে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন যুগল।
Piya Chakraborty: অনুপম-প্রশ্মিতার বিয়ের সকালে পিয়ার বাড়িতে একগুচ্ছ লাল গোলাপ! কে পাঠালেন?
অমুপম-প্রশ্মিতার বিয়ে উপলক্ষে দক্ষিণ কলকাতার এক ক্লাবে ছিমছাম সান্ধ্য আয়োজন ছিল।
বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম শুধু লিখেছেন 'নতুন করে'। সেই ছবিতে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।