সেই অটোগ্রাফ থেকে শুরু, বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, একের পর এক ছবিতে সৃজিত অনুপম ডুয়ো বাঙালি দর্শক শ্রোতাকে মোহিত করে রেখেছিল বিগত দেড় দশক। কিন্তু সৃজিতের আসন্ন ছবি 'টেক্কা'য় সঙ্গীত পরিচালনা করছেন না অনুপম রায়৷
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের সঙ্গে এই প্রথম ছবি করছেন সৃজিত৷ জানা গিয়েছে, বাজেটের কারণেই সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন না অনুপম। তাঁর পরিবর্তে এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন রণজয় ভট্টাচার্য।
একটি সংবাদমাধ্যমকে অনুপম জানিয়েছেন, "ছবির বাজেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি নেই।" তবে রণজয়কে শুভেচ্ছা জানাতে তিনি ভোলেননি। 'প্রেমে পড়া বারণ' গানের সুরকার
রণজয় এখন আছেন স্কটল্যান্ডে। ফিরবেন ৯ জুলাই। সৃজিতের ছবিতে কাজ করা নিয়ে তিনি প্রচণ্ড উত্তেজিত। রণজয় জানিয়েছেন, সৃজিতের ছবিতে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়।গ
আপাতত ঠিক হয়েছে, ছবিতে দুটি গান থাকবে। দেব ছাড়াও মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তরা অভিনয় করবেন এই ছবিতে। ছবির প্রথম পর্বের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।