'যা ছোঁয়া যায়না, যা পায় না, তা তো দারুণ!' মুক্তি পেল অনুপম রায়ের (Anupam Roy) নতুন মিউজিক ভিডিও 'দারুণ' (Darun)। এই গানে প্রথমবার অনুপম রায়ের মিউজিক ভিডিওতে দেখা গেল সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।
এক কবি আর তাঁর কল্পনা নিয়ে গানের গল্প। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে অনুপম রায় এবং সৌরসেনীকে। প্রথমবার অনুপম রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, জানতে চাওয়া হলে সৌরসেনী জানিয়েছেন, অনুপম যে কোন নায়কের সঙ্গে টক্কর দিতে পারে। সব মিলিয়ে 'দারুণ'-এ কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।'
Karan Johar-Alia Bhatt: আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কেঁদে ফেলেছিলেন করণ জোহর
'সারেগামা' (SaReGaMa)-র সঙ্গে অনুপমের দ্বিতীয় কাজ এটা। রোহন বসু (Rohan Basu) এই গানটির পরিচালনা করেছেন। গানটি লিখেছেন ও গেয়েছেন অনুপম রায়। পর্দায় এই গানে দেখা গিয়েছে সৌরসেনী ও অনুপমকেই। ৪ তারিখ মুক্তি পেয়েছে এই গানটি। মুক্তির পর এক দিন কেটেছে, কী কাটেনি, এরই মধ্যে ইউটিউবে ট্রেন্ড করছে 'দারুণ'।
ডিসক্লেইমারঃ সারেগামা এবং editorji দুই-ই RPSG গোষ্ঠীর অন্তর্ভুক্ত।