আমাকে আমার মতো থাকতে দাও...শুধু এই শব্দগুলো শুনলেও এখনও গায়ে কাটা দিয়ে ওঠে বাঙালির, এই গানের । অবশেষে ৬ বছরের অপেক্ষার পর মুক্তি পেল অনুপমের।
বৃহস্পতিবার রিলিজ হল অ্যালবামের প্রথম গান 'কেমন আছো অ্যানি হল,... '। প্রথম গান রিলিজের পর তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
গত ৬ বছরে অনেক গান তৈরি করেছেন অনুপম৷ কিন্তু কোনও অ্যালবাম আসেনি৷ তাই অনুরাগীদের অপেক্ষা ছিল বহুদিনের।
২০১২ সালে অনুপমের দূরবীনে চোখ রাখব না রিলিজ করে। ২০১৩-তে মুক্তি পায় দ্বিতীয় পুরুষ। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল বাক্যবাগীশ। তারপর বছর তিনেকের বিরতি। ২০১৭ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম এবার মরলে গাছ হব। অবশেষে ফের এল অনুপমের অ্যালবাম।