অনুষ্কা বিরাটের লাভ স্টোরি দেশবাসীর বেশ প্রিয়। সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বিরুষ্কা। তবে প্রায় পর্দা থেকে বেশ কিছুদিন দূরে অনুষ্কা। বিরাট এখন খেলছেন IPL । এর পরেই শুরু হবে T20 বিশ্বকাপ।
বিরাটের রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে শনিবার ডেটে গিয়েছিলেন বিরুষ্কা। সেলেব দম্পতির আউটিংয়ের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। এদিন দুজনেই স্পটলাইট কেড়েছেন ‘ব্ল্যাকে’ । রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। কিছুদিন আগে বিরাটের খেলা দেখতে স্টেডিয়ামেও গিয়েছিলেন অনুষ্কা।