ফিটনেস ফ্রিক হিসেবে বলিউডে নাম রয়েছে অনুষ্কা শর্মার। নিজেকে সুস্থ, মেদহীন রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। তা, ডায়েট ছেড়ে শেষে পান্তা ভাতের প্রেমে পড়লেন বিরাট ঘরণী।
সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাত সঙ্গে বড়া, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচালঙ্কা দিয়ে একেবারে ট্র্যাডিশনাল বাঙালি খাওয়ার ছবি পোস্ট করলেন অনুষ্কা। ছবির ইমোজি দেখেই বোঝা যাচ্ছে যে সেই খাবার বেশ পছন্দ হয়েছে তাঁর। কিন্তু হঠাৎ সব খাবার ছেড়ে পান্তা ভাত কেন? অনুষ্কা এখন ব্যস্ত চাকদা এক্সপ্রেসের শুটিং নিয়ে।
ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর হয়ে ওঠার নিয়েই ছবি। ঝুলনের চরিত্রে পর্দায় তুলে ধরবেন অনুষ্কা শর্মা।
বাঙালি মেয়ের গল্প, তাই বাঙালি খাওয়া দাওয়া, আদব কায়দা শিখতে দিনরাত পরিশ্রম করছেন পিকে-র অভিনেত্রী। আর সেই সুবাদেই পান্তা ভাতের প্রেমে পড়লেন টিনসেল টাউনের মিস পারফেকশনিস্ট।