জয়ের স্বাদ সব সময় মিষ্টি। বছর শেষে সেই স্বাদ চেটেপুটে নিচ্ছেন বিরুষ্কা। এশিয়ার একমাত্র দল হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদেরই দেশে গিয়ে সেঞ্চুরিয়নে জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার ছবি ভাইরাল। নিজের ইনস্টাগ্রামে বিরাটের হাসিমুখের একটি ছবি শেয়ার করেছেন স্ট্যাটাসে অনুষ্কা (Anushka Sharma)। ছবির ক্যাপশনে লেখা, ''এনজয়িং দ্য ভিউ ইন এস এ''। ছবিতে দেখা যাচ্ছে যে বাদামি রংয়ের একটি টুপি মাথায়, সাদা টি শার্ট পরে হাসিমুখে পোজ দিচ্ছেন বিরাট (Virat Kohli)।
দক্ষিণ আফ্রিকার নিসর্গ এত সুন্দর বোধহয় আগে কখনও লাগেনি।
প্রসঙ্গত, গতকাল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের ১১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। জয়ের জন্য ৩০৫ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু টিম ইন্ডিয়ার দুরন্ত আক্রমণের সামনে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল ডিন এলগারদের দ্বিতীয় ইনিংস।