প্রতি মাসেই আসছে নিত্যনতুন ধারাবাহিক আর তাদের জায়গা ছেড়ে বিদায় নিতে হয় পুরানোদের। বিদায় ঘণ্টা বেজে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (Lokkhi Kakima Superstar) এর। ৩১ জানুয়ারির পর থেকে দেখা যাবে না প্রিয় লক্ষ্মী কাকিমা ওরফে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Auddy)। ধারাবাহিকের শেষ শ্যুটিং এর দিনেই আবেগপ্রবণ হয়ে পড়লেন অপা।
ইন্সটাগ্রামে এক গুচ্ছ ছবি শেয়ার করে অপরাজিতা লিখলেন, " আজ লক্ষ্মী কাকিমা সুপারস্টারের লাস্ট শ্যুটিং ছিল। একটা ধারাবাহিক যখন শেষ হয়ে যায়, কী হয়? সবাই বলবে কী আবার হয় একটা নতুন ধারাবাহিক শুরু হয়। কিন্তু এই যে তিল তিল করে একটা পরিবার তৈরি হয়, সেই সমগ্র পরিবারটার অর্থাৎ কলাকুশলী অভিনেতাদের আবেগের মৃত্যু হয়। এবং একাধিকবার সেই যন্ত্রণা ভোগ করতে হয়। সে কি যন্ত্রণা খুব কম লোকই জানে।।
উল্লেখ্য, 'লক্ষ্মী কাকিমা'-র মধ্যে দিয়ে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা । কিন্তু খুশি হতে পারছেন না অভিনেত্রী । কিছুদিন আগেই একাধিক নতুন ধারাবাহিক আসায় স্লট পরিবর্তন হয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর । এখন সাড়ে ৮টার বদলে রাত ১০ টায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক । বেশ কয়েকবার টিআরপি তালিকাতেও প্রথম স্থানে ছিল অপরাজিতার সিরিয়াল । আচমকাই ধারাবাহিক বন্ধের খবর প্রকাশ্যে আসতে মন খারাপ অনুরাগীদের ।