তেইশ সালের শেষে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন সুরকার এ আর রহমান৷ 'পিপ্পা' ছবিতে কাজী নজরুল ইসলামের 'কারার ঐ লৌহ কপাট' গানটির সুর পরিবর্তন করে ব্যবহার করেছিলেন তিনি৷ তা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন নজরুল অনুরাগীরা। তারপর থেকে সেই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি শিল্পীকে, প্রকাশ্যে দেখাও যায়নি তেমন।
সম্প্রতি এক ঝাঁক পড়ুয়ার সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন রহমান। যদিও নজরুলগীতির সুর পরিবর্তন নিয়ে রহমান কোনও মন্তব্য করেননি। রহমান বলেন, ছোটবেলায় বহুবার নিজেকে শেষ করে ফেলার ভাবনা এসেছিল তাঁর মাথায়। শিল্পীর মা বলতেন, অন্যের জন্য নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচলে নিজেকে শেষ করার কথা মাথায় আসে না। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসার এই ভাবনাই সুরকারের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।
Lesbian Marriage: যোগীরাজ্যে মালাবদল বাংলার দুই সমকামী তরুণীর