২৯ বছরের দাম্পত্যে ভাঙন! মিয়াঁ বিবি কারণ খোলসা করেননি। কিন্তু টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছিল তৃতীয় ব্যক্তির জন্যই নাকি বিচ্ছেদ হচ্ছে এ আর রহমান এবং সায়রা বানুর। অস্কারজয়ী সুরকারের সরসার ভাঙার খবরে মন ভেঙেছিল অগণিত ভক্তের। কিন্তু, ফের সামান্য আশার আলো দেখা গেল। রহমান-সায়রার ভাঙা ঘর জুড়তেই পারে, আভাস দিলেন তাঁদের আইনিজীবীই।