গানের দুনিয়ায় এমনটা এই প্রথম, সারা বিশ্বেই। প্রয়াত শিল্পীর গলায় নতুন গান! কীভাবে সম্ভব? কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রয়াত শিল্পীকে দিয়েই গান গাওয়াচ্ছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান।
তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি ‘লাল সেলাম’-এ প্রয়াত সঙ্গীতশিল্পী বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বরকে ব্যবহার করতে চলেছেন এ আর রহমান। শিল্পীর পরিবারের অনুমতিও নেওয়া হয়েছে।
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
অভিনবত্বের কারণে রহমানের এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনই এআই-এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশও করছেন অনেকেই।