একজন ভারতীয় সঙ্গীত জগতের প্রতিভাবান সুরকার, আরেকজনের সুরে, কণ্ঠে মুগ্ধ গোটা বিশ্ব । কথা হচ্ছে এ আর রহমান ও টেলর সুইফটের । আর এই দুই সুরেলা মানুষ যদি হাত মেলান, তাহলে সঙ্গীত জগতে যে বড়সড় সুরের বিস্ফোরণ ঘটবে, তা বলাই বাহুল্য । হ্যাঁ ঠিকই শুনেছেন । বুধবার থেকেই হঠাৎ টুইটারে ট্রেন্ড করছে একটি হ্যাশট্যাগ, ARRahmanXTaylorSwift । তাহলে কি একসঙ্গে সঙ্গীত জগৎকে নতুন কিছু উপহার দিতে চলেছেন এ আর রহমান ও সুইফট ? ব্যাপারখানা কী, একটু খোলসা করেই বলা যাক ।
বুধবারই এক্স হ্যান্ডেলে সুইফটে শুভেচ্ছা জানিয়েছেন রহমান । আসলে, টেলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ সব রেকর্ড ভেঙে দিয়েছে স্পটিফাই-এ । টেলরের এই নতুন অ্যালবামের জন্যই তাঁকে শুভেচ্ছা জানিয়েছে । সেইসঙ্গে স্পটিফাইয়ের লিংকটিও শেয়ার করেছেন রহমান । তাঁর এই পোস্টের পরই ট্রেন্ডের ঝড় । অনুরাগীরা মনে করছেন, নিশ্চয় এই দুই তারকা একসঙ্গে হাত মেলাচ্ছেন । এবার এ আর রহমান ও সুইফটকে একসঙ্গে শুনতে চাইছেন অনুরাগীরা ।
জানা গিয়েছে, সুইফটের ৩১ ৩১ গানের অ্যালবামটি প্রকাশের পরপরই স্পটিফাইয়ে ঝড় উঠেছে । প্রকাশের প্রথম দিনে অ্যালবামটি স্পটিফাইয়ের ইতিহাসে সর্বোচ্চ ৩০ কোটিবার শোনা হয়েছে।