অস্কারের জন্য যে ধরণের ভারতীয় ছবি পাঠানো উচিত, তেমন ছবি পাঠানো হয় না৷ এমনটাই মনে করেন সঙ্গীতকার এ আর রহমান৷ গত ৬ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। সেদিন একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন রহমান৷ ১২ মার্চ 'নাটু নাটু' অস্কার পাওয়ার পর তাঁর এই বক্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রহমান আগেই বলেছিলেন, নাটু নাটু অস্কার জিতলে তা দেশের জন্য ভালো হবে। তাঁর অভিপ্রায় পূর্ণ হয়েছে। অস্কার এসেছে একটি ভারতীয় ছবি এবং একটি তথ্যচিত্রের হাত ধরে।
১৩ বছর আগে অস্কারজয়ী রহমানের মতে, যে ধরনের ভারতীয় ছবি পাঠানো উচিত, তেমন ছবি পাঠানো হচ্ছে না৷ পশ্চিমের বিশেষজ্ঞরা ভারতীয় ছবির রস বুঝতে পারছেন না৷ রহমানের মতে, কখনও কখনও অন্যের জুতোয় পা গলানো উচিত।
সঙ্গীত নির্মাণে প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেছেন রহমান৷ তিনি জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহার সঙ্গীত নির্মাণের কাজ আরও সহজ করেছে। যদিও তিনি সড়গড় হতে সময় নিয়েছেন।