১১ বছর বয়সেই আদালতে আরাধ্যা বচ্চন। এক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অভিষেক-ঐশ্বর্যের কন্যা। অভিযোগ, ওই চ্যানেলটি তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়েছে। বিগ বি-র নাতনির অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টে উঠেছে সেই মামলা। আগামী ২০ এপ্রিল শুনানি রয়েছে সেই মামলার।
দেশের সবচেয়ে বেশি খবরে থাকা স্টারকিডের নাম আরাধ্যা বচ্চন। তাকে নিয়ে খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, ডিজিটাল মাধ্যমে নানা খবর, তার মধ্যে বহু ভুয়ো খবরও ছড়িয়ে থাকে। নানা কারণে একাধিকবার ট্রোলের মুখে পড়েছেন আরাধ্যা। অভিষেক-ঐশ্বর্য তা নিয়ে এতদিন মুখ খুললেও এই প্রথম আরাধ্যা নিজে কোনও পদক্ষেপ করল।
Abhishek Banerjee: তাঁবুতে রাত কাটিয়ে কোচবিহার থেকে 'সংযোগ যাত্রা'র সূচনা করবেন অভিষেক