কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন আরবাজ খান। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে বড় খবর। খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান। দু দিন পরই বিয়ে, ২৪ ডিসেম্বর।
পাত্রী মেকাপ শিল্পী সুরা খান। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই সুরা আরবাজের ঘনিষ্ঠতা বাড়ে। অনেকেই বলছেন বিচ্ছেদের অন্যতম কারণও তা।
শোনা যাচ্ছে, একেবারেই বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন আরবাজ এবং দাবাং অভিনেত্রী সুরা খান।