দুবাইয়ে কনসার্ট । মঞ্চে তখন উদাত্ত কণ্ঠে গেয়ে চলেছেন একের পর এক গান । আর মুগ্ধ হয়ে শুনছেন দুবাইবাসী । কখনও নাচছেন, কখনও আবার তাঁর গানে ভিজছে চোখ । আলাদাই একটা আবহ । তবে, এই কনসার্টে আরও একটা ঘটনা ঘটল বটে । গান থামিয়ে দর্শকাসনে বসা নায়িকার উদ্দেশে ক্ষমা চাইলেন অরিজিৎ । কিন্তু কেন ?
জানা গিয়েছে, দুবাইয়ের কনসার্টে রাইস সিনেমার জালিমা গানটি গাইছিলেন অরিজিৎ । সেইসময় তাঁর সামনেই দর্শকাসনে বসেছিলেন সিনেমার নায়িকা মাহিরা খান । অথচ পাক অভিনেত্রীকে নাকি চিনতেই পারেননি অরিজিৎ । গান শেষ করার পর সেকথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি । তবে, তার জন্য ক্ষমাও চেয়েছেন । ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভিডিওতে অরিজিৎ-কে বলতে শোনা যায়, 'আপনারা হয়তো অবাক হবেন, আমি কি বিষয়টা প্রকাশ করব?' তারপরই মাহিরা খানের দিকে ক্যামেরা ফোকাস করতে বলেন তিনি । অরিজিৎ বলেন, 'আমি এই মানুষটাকে অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম । তারপর মনে পড়ল আমি তাঁর জন্য গান করেছি । মাহিরা খান আমার সামনে বসে আছেন । কল্পনা করুন, আমি তার 'জালিমা' গানটি গাইছিলাম এবং এটি তাঁর সিনেমার গান । অথচ আমি তাঁকে চিনতে পারিনি । আমি খুব দুঃখিত।'
যদিও, এই ঘটনার জন্য এতটুকু রাগ করেননি অভিনেত্রী । নেটিজেনরাও গায়ককে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ।