কনসার্ট চলছে । মঞ্চে তখন অরিজিৎ সিং । তাঁর সুরেলা কণ্ঠে একের পর এক গেয়ে চলেছেন বিখ্যাত গান । তাঁকে ঘিরে তখন মানুষের উন্মাদনা তুঙ্গে। কিন্তু হঠাৎই পারফরম্যান্সের মাঝে থমকে যান গায়ক । সেইসময় অরিজিতের চোখ আটকে ছিল দর্শকদের দিকে । সেখানেই এক বিশেষ মানুষকে দেখে থমকে যান তিনি । এমনকী, হাত জোড় করে প্রণামও করতে দেখা যায় অরিজিতকে । কে ছিল সেই বিশেষ মানুষটি, যে অরিজিতের মন জয় করে নিয়েছে ?
সেই বিশেষ মানুষটি আসলে তিন মাসের এক খুদে । বাবা-মায়ের সঙ্গে সেও এসেছিল অরিজিৎ-এর কনসার্ট শুনতে। গান গাইতে গাইতে অরিজিৎ মঞ্চের সামনে আসতেই গায়কের সামনে ৩ মাসের শিশুকে তুলে ধরেন তাঁর বাবা । অরিজিৎ-এর তা নজর এড়ায়নি। দেখামাত্রই হাত জোর করে দাঁড়িয়ে যান গায়ক । তারপর আবার গাইতে শুরু করেন তিনি । ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
উল্লেখ্য, কিছুদিন আগে তাইল্যান্ডের শো-এ অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল বাদশাকে । সেই ভিডিও-ও ভাইরাল হয় সেইসময় । ভরা মঞ্চে 'ইগো' ছুঁড়ে ফেলে ৩ বছরের ছোট অরিজিতের পা ছুঁয়ে করলেন প্রণাম করতেও পিছপা হননি বাদশা ।