মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং, দুনিয়ার কাছে তিনি বিশ্ব বিখ্যাত গায়ক কিন্তু জিয়াগঞ্জের এলাকাবাসীর কাছে তিনি একেবারে ‘ঘরের ছেলে’ । আর সব সেলিব্রিটির সঙ্গে তাঁকে একলাইনে দাঁড় করানো যায়না।
দোলের দিনেও সেই চিরচেনা স্কুটি করে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন অরিজিৎ, তাঁকে দেখেই রঙ দিতে ছুটে এল অনেকেই। অরিজিৎ স্কুটি থামিয়ে সকলের রং নিলেন। পরনে তাঁর একটি সাদা পাঞ্জাবি। জল রঙ, আবির কিছুই বাদ নেই! খুদে থেকে পাড়ার কাকিমা জেঠিমারা তাঁকে রঙ দিলেন।
কেউ কেউ ছবিও তুলতে চাইলেন, তবে অরিজিৎ এর একটিই শর্ত ছিল, রঙ দাও কিন্তু সেলফি তোলা যাবে না।