তিনি দেশের জনপ্রিয়তম গায়ক। ভারত ছাড়িয়ে অরিজিৎ সিংয়ের খ্যাতি এখন বিশ্বজোড়া। মুর্শিদাবাদের ছেলের যে কোনও অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়ে যায় চোখের নিমেষে৷ সেই অরিজিৎকেই থমকে যেতে হল অনুষ্ঠানের মাঝপথে! তাও আবার দেশে নয়, দুবাইয়ের এক অনুষ্ঠানের মঞ্চে।
অরিজিত দুবাই-এর মঞ্চ মাতিয়ে দিচ্ছিলেন একের পর এক জনপ্রিয় গানে। মুগ্ধ শ্রোতাদের উচ্ছ্বাস তখন বাঁধনহারা। এর মধ্যেই নিজের নতুন একটি গান ধরলেন তিনি। 'দি আর্চিজ'-এর ‘ইন রাহোঁ মেঁ’।
Clash Over Rasgulla: রসগোল্লা শেষ! বিয়েবাড়িতে হুলুস্থুল, বচসার জেড়ে আহত ৬
জোয়া আখতারের ওই সিরিজের প্রথম গান প্রকাশ্যে এসেছে। এরপর মুক্তি পাবে ইন রাহোঁ মেঁ। অপ্রত্যাশিতভাবে নতুন গান শুনতে পেয়ে দর্শকদের উচ্ছ্বাসে ফেটে পড়ল প্রেক্ষাগৃহ। সেই বিপুল শব্দের সামনে অরিজিতও থামকে গেলেন। সামান্য বিরতি নিয়ে ফের শুরু করলেন গাইতে।