কবি শ্রীজাত (Srijato Banerjee) এখন চলচ্চিত্র পরিচালকের ভূমিকায়, এ কথা ইতিমধ্যে সকলেই জেনে ফেলেছেন। নিজের ছবির জন্য অরিজিত সিং (Arijit Singh)-কে দিয়ে গাওয়ানোই ঠিক করেছিলেন। কিন্তু ব্যস্ততায় সময় দিতে পারছিলেন না অরিজিৎ। অবশেষে সময় দিলেন। রাতভর স্টুডিওতে গান রেকর্ড করলেন জিয়াগঞ্জের সুপারস্টার।
শ্রীজাতর ছবি 'মানব জমিনে' (Manobjomin), মন রে কৃষিকাজ জানো না, বিখ্যাত এই রামপ্রসাদী গানটি গাইলেন অরিজিৎ সিং। রেকর্ড করে পাঠালেন পরিচালককে। আর তা শুনবেন বলে পরিচালক জেগে রইলেন সারা রাত, ভোর হতে দেখলেন। শ্রীজাত নিজেই সে কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।
কেমন গাইলেন শিল্পী? আলাদা করে বলে দিতে হয়না। পরিচালক জানালেন, এর আগে অরিজিৎ কখনও রামপ্রসাদী গান গাননি, অথচ গান শুনলে মনে হবে, বছরের পর বছর ধরে সেই গানই গেয়ে আসছেন অরিজিৎ।
ব্যস্ততায়, দীর্ঘ দিন গেয়ে ওঠা হয়নি, এমন কী ভয়ে শ্রীজাতর ফোনও ধরেননি, স্বীকার করেছেন অরিজিৎ। তারপর একসময় কথা দেন, কথা রাখেনও। মাঝ রাতে স্টুডিওয় ঢুকে গান গাইলেন রাতভর। শুধু পরিচালকের কাছে একটাই আর্জি ছিল শিল্পীর, তার সঙ্গে বাকি রাত জেগে থাকার।