কেকে বিতর্কের মাশুল আর কতদিন গুনতে হবে রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi)? এবার ছবি থেকেও বাদ পড়ল তাঁর গান। তাঁর পরিবর্তে ছবিতে গান গাইবেন অরিজিৎ সিং (Arijit Singh)।
বিতর্কের জেরে শুধু সিনেমার গানেই নয়, রূপঙ্করকে নিয়ে অনুষ্ঠান করতেও আয়োজকরা এখন দ্বিধায়। তাঁদের মতে, কলকাতায় এত দিন রূপঙ্করের অনুষ্ঠানের চাহিদা ছিল সব থেকে বেশি। এখন সেই জায়গাটাই অনেকখানি ফাঁকা।
‘প্রথম বারে প্রথম দেখা’ ছবিতে গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। গানের রেকর্ডিংয়ের কাজও শেষ। অথচ শেষ মুহূর্তে ছবি থেকে বাদ পড়ল তা।
ছবির পরিচালক আকাশ মালাকারের অবশ্য বক্তব্য, ছবির চরিত্রের তুলনায় রূপঙ্করের গলা বয়স্ক লাগায় সেটা বাদ দিতে হচ্ছে। কিন্তু টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আসল কারণটা অন্য। কেকে-বিতর্কের জেরেই রূপঙ্করকে এড়িয়ে যেতে চাইছেন অনেকে।
ইতিমধ্যে মিও আমোরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল তাঁরা রূপঙ্করের সঙ্গে সহমত নন। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁ গেটের বাইরে নোটিস ঝুলিয়ে জানিয়েছে, তাঁরা জনস্বার্থেই রূপঙ্করের গান বাজানো বন্ধ করছেন।