তাঁর জীবন ও আচরণ সবসময়ই 'মাটির কাছাকাছি'। ভারতবিখ্যাত গায়ক হয়েও একেবারে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তিনি। যা মাঝেমাঝেই চর্চায় উঠে আসে নেটিজেনদের। শনিবারের ভারত-পাক ম্যাচের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (BCCI) বিসিসিআই (INDvsPAK) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করলেন তিনি, অরিজিৎ সিং (Arijit Singh)। সেই অনুষ্ঠান উপলক্ষেই আহমেদাবাদ বিমানবন্দরে নামার পরে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হন অরিজিৎ। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন, তা নিয়ে কিছু বলুন। প্রশ্নটি অরিজিৎ হাসিমুখে এড়িয়ে গিয়ে উত্তর দিলেন, কিছু খাবারদাবার আছে? থাকলে দিন। আগে খাওয়াদাওয়া করে নিই!
আরও পড়ুন: ভারত-পাক হেভিওয়েট ম্যাচের আগে, বিশ্বকাপের মঞ্চে গান গাইবেন অরিজিৎ সিং
উল্লেখ্য, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত পাকিস্তান (ICC World Cup 2023) ম্যাচের আগে একটি জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানে অরিজিৎ সিং-এর গান গাওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। গান গাওয়ার কথা ছিল শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংহ, সুনিধি চৌহনদেরও। এই অনুষ্ঠানটি কোনও মাধ্যমে সম্প্রচারিত না হলেও সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের বিভিন্ন ক্লিপিং পাওয়া গিয়েছে। যেখানে গান গাইতে দেখা গিয়েছে অরিজিৎ সিং-কে'ও।