কলকাতার কনসার্টেই 'গেরুয়া বিতর্ক' নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং (Arijit Singh)। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর অনুরোধে 'রং দে তো মোহে গেরুয়া' গানটি গান। তা নিয়েই বিতর্ক তৈরি হয়।
কলকাতায় প্রথমে ইকো পার্কে (Arijit Singh Concert) কনসার্ট করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই অনুষ্ঠানের ভেন্যু পেতে সমস্যা হয়। বিজেপি অভিযোগ তোলে, চলচ্চিত্র উৎসবে ওই গান গাওয়াতেই সমস্যায় পড়েছেন অরিজিৎ সিং। যদিও নির্ধারিত দিনেই অরিজিতের অনুষ্ঠান হয়েছে। শনিবার সন্ধ্যায় অ্যাকোয়াটিকার মঞ্চে ওই গান গাওয়ার পর অরিজিৎ মঞ্চে দাঁড়িয়েই বলেন, "আরে এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এত বিতর্ক হত?"
আরও পড়ুন: অরিজিতের গলায় ‘ফসিলস’-এর গান, দর্শকাসনে রূপম! দুর্লভ মুহূর্তের সাক্ষী কলকাতা
শনিবার কলকাতায় অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান ছিল জমজমাট। শো দেখতে এসেছিলেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। ছিলেন রূপম ইসলামও। এপ্রিলে শিলিগুড়িতেও একটি অনুষ্ঠান করার কথা আছে অরিজিৎ সিংয়ের।