অবশেষে কলকাতায় অরিজিৎ সিংয়ের কনসার্টের (Arijit Singh Concert) জট কাটল। ফেব্রুয়ারিতেই কনসার্ট করবেন অরিজিৎ। পেটিএম ইনসাইডারের (Paytm Insider) পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারি শহরে কনসার্ট করবেন অরিজিৎ। এখন থেকেই টিকিট বুক করা যাবে।
পেটিএমের পক্ষ থেকে জানানো গিয়েছে, কলকাতার অ্যাকোয়াটিকায় কনসার্ট করবেন অরিজিৎ সিং। ভিড় সামাল দিতে বা অপ্রীতিকর ঘটনা এড়াতে অ্যাকোয়াটিকার খোলা মঞ্চে শো-এর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট।
আরও পড়ুন: বার বার ক্ষমা চেয়েছেন শুভঙ্কর, ফেসবুক থেকে পোস্ট ডিলিট করলেন অভিযোগকারিনী
অরিজিৎ সিংয়ের শোয়ের টিকিট নিয়ে গতবারও বিতর্ক হয়েছিল। এবার অরিজিৎ সিংয়ের কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম সাড়ে ৩ হাজার টাকা। জানা গিয়েছে, অরিজিৎ সিংয়ের এই অনুষ্ঠানে প্রায় ১০ হাজার দর্শক হতে পারেন। হাজির থাকতে পারেন ভিভিআইপিরা। অ্যাকোয়াটিকার ভিতরে প্রায় ৩০০ গাড়ি পার্কিং করা যায়। আরও কী কী ব্যবস্থা রাখা যায়, তা নিয়ে মিউজিক্যাল শো-এর আয়োজক সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা করেছে পুলিশ। এরপরই ছাড়পত্র দেওয়া হয়েছে।