বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চের অভাব নেই। আর তারমধ্যে ফেলুদা, ব্যোমকেশের মতো সৃষ্টির জন্য তো বাঙালি সারা পৃথিবীর কাছে কলার তুলে এসেছে । শরদিন্দু বন্দোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীকে সিনেমার পর্দায় অন্যমাত্রা দিয়েছেন পরিচালক অরিন্দম শীল। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল 'ব্যোমকেশ হত্যামঞ্চ'। এই ছবিতে ব্যোমকেশ অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং সত্যবতী সোহিনী সরকার। এবার অরিন্দম শীলের 'ব্যোমকেশ হত্যামঞ্চ' ছবির মুকুটে জুড়ল নয়া পালক।
Sequiff International Film Festival, San Francisco- অর্থাৎ সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' ছবির জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন অরিন্দম শীল । এদিন এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক । পাশাপাশি এই ফিল্ম ফেস্টিভ্যালে 'মহানন্দা' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন গার্গী রায় চৌধুরী ।
ভরা মঞ্চে খুন, সেই রহস্যই উন্মোচন করেছেন ব্যোমকেশ । এই ছবির হাত ধরে প্রথমবার ব্যোমকেশ সিরিজে দেখা গিয়েছে পাওলি দামকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়।