সপ্তাহ তিনেক আগে 'মিতিন মাসির' শুটিং শেষ করেছেন পরিচালক অরিন্দম শীল। এরই মধ্যে নতুন ছবিতে হাত। শুরু হয়ে গেল মার্ডার মিস্ট্রি 'উনিশে এপ্রিল'-এর শুটিং।
আটের দশকের সাড়া ফেলে দেওয়া মৃত্যু রহস্য নিয়েই ছবি বানাচ্ছেন পরিচালক। ঘটনার সঙ্গে জুড়ছে বর্তমান প্রেক্ষাপট।
সুরূপা গুহ হত্যা রহস্য ভোলেনি এই শহর। স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামী ইন্দ্রনাথ গুহর বিরুদ্ধে। অরিন্দমের ছবিতে চরিত্রদের নাম বদলে সোনালি ঘোষ, ইন্দ্রাশিস ঘোষ, সোনালীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী, তাঁর স্বামীর চরিত্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ।