মাত্র ১৫ দিনেই শুটিং শেষ 'মিতিন মাসির'। ৪৭ ডিগ্রি তাপমাত্রায় দলমা পাহাড়ে হয়েছে শুটিং। টিম র্যাপ আপের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কোয়েল মল্লিক।
অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। ১৫ মে থেকে শুরু হয়েছিল শুটিং।
২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি। সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' নিয়েই ছবির গল্প, ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি'। পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টেসের হাত ধরে পুজোয় একটা গোয়েন্দা রিলিজ তাহলে পাকা।