৬২ বছর আগে বক্স অফিসে ঝড় তোলা ছবি 'ঝিন্দের বন্দি'র রিমেক করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। টলিপাড়ায় এমনই গুঞ্জন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে অভিনয় করেছিলেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়।
টলিউডের এক নামকরা প্রযোজনা সংস্থা ঝিন্দের বন্দি
ছবির রিমেক রূপোলী পর্দায় আনতে চলেছেন। প্রাথমিকভাবে একটি চিত্রনাট্যও লিখে ফেলেছেন চিত্রনাট্যকার অরিজৎ বিশ্বাস। তবে অরিন্দম এবং তাঁর টিমের এখনও মুখে কুলুপ। তাঁরা এখনও খোলসা করে কিছু বলতে নারাজ৷ তবে সূত্রের খবর, তলায় তলায় কাজ এগোচ্ছে।
আপাতত অবশ্য অরিন্দম ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'জঙ্গলে মিতিন মাসি' নিয়ে। প্রয়াত লেখিকা সুচিত্র ভট্টাচার্যের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মিতিনের ভূমিকায় অভিনয় করবেন কোয়েল মল্লিক। এই পুজোতেই মুক্তি পাবে ছবিটি৷