গামছাকে ফ্যাশনের মধ্যমণি করে তোলায় তাঁর অবদান অনস্বীকার্য। ওপার বাংলার ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের পোশাকে র্যাম্প মাতালেন পরিচালক অরিন্দম শিল।
রবিবার, EFL অ্যাওয়ার্ডস-এর জন্য শনিবারই ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন বিবি রাসেল, তাঁর ডিজাইন করা গামছা পোশাকে হাঁটতে দেখা গেল অরিন্দম শিলকে। সঙ্গে ছিলেন অরিজিৎ দত্ত, নয়নিকা চট্টোপাধ্যায়। বিবি রাসেল নিজেই সাজিয়েছিলেন শিল্পীদের। সে সব ছবি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অরিন্দম।
Monsoon-Weather Update: কেরালাতেই দেরিতে আগমন, তাহলে বাংলায় কবে আসছে বর্ষা?
প্রসঙ্গত, সদ্য 'জঙ্গলে মিতিন মাসি'র শুটিং শেষ করে কলকাতা ফিরেছেন পরিচালক অরিন্দম।